১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো হবে রাজশাহী ও বগুড়ায়। সিরিজের আগে তারা খেরবে দু’টি অনুশীলন ম্যাচ। সিরিজের প্রথম দু’টি ম্যাচ বগুড়ায়, শেষ তিনটি রাজশাহীতে। এর আগে গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজ আয়োজন করেছিল রাজশাহী। আফগানিস্তান সিরিজের পর আগামী ডিসেম্বরে নেপালে এশিয়া কাপ খেলবে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। চাকসু নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে, সতর্ক...