মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ১৬টি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মিরপুর রূপনগর শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত রয়েছেন।’ তিনি জানান, সবগুলো মরদেহই আগুনে পোড়া। দেখে...