পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন। তার দাবি—“৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চান।” কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন সাইমা কুরেশি। এ আলাপচারিতায়, নারীদের আয়, পুরুষদের বৈবাহিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন এই অভিনেত্রী।আরো পড়ুন:মেঘা থেকে অপু বিশ্বাস‘ডিরেক্টর কোনদিন আর্টিস্ট পয়দা করতে পারে না’ সাইমা কুরেশি বলেন, “যেসব পুরুষ পরকীয়ায় আগ্রহী, তাদের উচিত দায়িত্বশীলভাবে বৈধভাবে বিয়ে করা। কারণ তাদের বেপরোয়া আচরণের কারণে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতির হতে পারে।” কারো অনূভূতি নিয়ে খেলতে বারণ করে সাইমা কুরেশি বলেন, “কারো অনুভূতি নিয়ে খেলার চেয়ে, একজন পুরুষের বৈধভাবে বিয়ে করা অনেক ভালো।” গোপন সম্পর্কের চেয়ে দ্বিতীয়...