ডেভিড ওয়ার্নারের পর এবার স্যাম কনস্টাসের ওপর ভরসার কথা সাফ জানিয়ে দিলেন ব্রেট লি। তরুণ এই ওপেনারকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ মনে করেন তিনি। সাবেক এই গতি তারকার মতে, কনস্টাসকে দলে নিয়ে সামনের অ্যাশেজের সব টেস্টেই খেলার নিশ্চয়তা দেওয়া উচিত, যাতে তিনি নির্ভার হয়ে খেলতে পারেন। আগামী মাসের অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে আলোচিত প্রশ্ন, উসমান খাওয়াজার সঙ্গে ইনিংস শুরু করবেন কে। সেই লড়াইয়ে যারা আছেন, তাদের একজন কনস্টাস। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসে ৬৫ রানের চোখধাঁধানো ও সাহসী ইনিংস দিয়ে শুরুর পর আর ভালো করতে পারেননি কনস্টাস। পরের ৯ ইনিংসের একটিতেও ২৫ ছাড়াতে পারেননি। ভারতের বিপক্ষে দুটি টেস্টের পর শ্রীলঙ্কা সফরে কোনো টেস্ট খেলার সুযোগ তিনি পাননি। পরে জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছয় ইনিংস খেলে রান করেন মোটে...