সংযুক্ত আরব আমিরাত সফরের শেষটা একেবারে হতশ্রী হলো বাংলাদেশের। মধ্যপ্রাচ্যের দেশটিতে এশিয়া কাপ খেলার পর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুই সিরিজ খেলে বাংলাদেশ। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেন জাকের আলী অনিক-তানজিদ হাসান তামিমরা। সে ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে টেনে আনতে পারেননি ফিল সিমন্সের শিষ্যরা। উল্টো গতকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিধ্বস্ত হয়ে ধবলধোলাই হয়েছেন মেহেদী হাসান মিরাজরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ আফগানিস্তান জিতে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশের জন্য গতকালের ম্যাচটি ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। কিন্তু সে মিশনে নেমে লেজেগোবরে অবস্থা হয়েছে বাংলাদেশের। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে হতশ্রী ব্যাটিংয়ের প্রদর্শনীতে ইনিংসের ২৭.১ ওভারের মধ্যে মোটে ৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ২০০ রানের জয়ে ওয়ানডে প্রথমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল...