বাংলাদেশের অর্থনীতিতে বরাবরই কিছু গুরুত্বপূর্ণ খাত রয়েছে, যেগুলোর ওপর দেশের সামগ্রিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নির্ভরশীল। সময়ের পরিক্রমায় এই নির্ভরতার কাঠামো পরিবর্তিত হয় এবং নতুন খাত সামনে চলে আসে। বর্তমানে পোশাক শিল্প, ওষুধ ও প্লাস্টিক পণ্যের মতো প্রতিষ্ঠিত রপ্তানি খাতের পাশাপাশি বিকল্প একটি শিল্প হিসেবে খেলনা শিল্প অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এটি কেবল দেশের অভ্যন্তরীণ চাহিদাই মেটাচ্ছে না, বরং বৈশ্বিক বাজারেও উল্লেখযোগ্য স্থান করে নিচ্ছে। অর্থনৈতিক বৈচিত্র্য আনার ক্ষেত্রে এই খাত নতুন আশার সঞ্চার করেছে। খেলনা শিল্পের বাজার এত দ্রুত বিস্তৃত হচ্ছে যে, এতে প্রচুর শ্রমশক্তি এবং কাঁচামালের প্রয়োজন। যদিও বেশিরভাগ খেলনা প্লাস্টিকের তৈরি, তবুও এর জন্য প্রচুর শ্রমিক প্রয়োজন, তাও তুলনামূলক কম মজুরিতে। দেশের বাজারে বিপুল চাহিদার পাশাপাশি বিদেশের বাজারেও তৈরি হচ্ছে চাহিদা। একটু মনোযোগী হলে আমরা এই সুযোগকে...