চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা আজ আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিগত তিন দশক ধরে নির্বাচন না হওয়ায় ক্যাম্পাস কার্যত প্রভাবশালী ছাত্রসংগঠন ও ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে ছিল। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পরিবর্তে সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার ও সংঘর্ষ ছিল নিয়মিত ঘটনা। হলে আসন বণ্টন, মিছিল-সমাবেশে বাধ্যতামূলক অংশগ্রহণ, এমনকি সহিংসতার শিকারও হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ শুরু হয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে বেশির ভাগ পদে জয়ী হয় ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। চট্টগ্রাম শহর থেকে প্রায়...