ভোট কক্ষে প্রবেশের পর ভোটারের পরিচয়পত্রের সঙ্গে ছবিযুক্ত ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। এরপর নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করে ব্যালট পেপার দেবেন।প্রত্যেক ভোটারকে মোট পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে-ব্যালট-১ থেকে ব্যালট-৪:কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্যব্যালট-৫:নিজ নিজ হল সংসদের নির্বাচনের জন্যপাঁচটি ব্যালট নিয়ে নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করতে হবে। কক্ষে রাখা নির্ধারিত কলম ব্যবহার করে পছন্দের প্রার্থীর নামের পাশের বৃত্ত সম্পূর্ণভাবে ভরাট করতে হবে। ভোট সম্পন্ন করার পর গোপন কক্ষ থেকে বের হয়ে নিজ হাতে নির্দিষ্ট বাক্সে ব্যালট রাখতে হবে-• চাকসু ব্যালট পৃষ্ঠা-১ ১ নম্বর বাক্স• চাকসু ব্যালট পৃষ্ঠা-২ ২ নম্বর বাক্স• চাকসু ব্যালট পৃষ্ঠা-৩ ৩ নম্বর বাক্স• চাকসু ব্যালট পৃষ্ঠা-৪ ৪ নম্বর বাক্স• হল সংসদের ব্যালট- হলের নাম লেখা আলাদা বাক্সে রাখতে হবে। ভোট কক্ষে প্রবেশের পর ভোটারের পরিচয়পত্রের সঙ্গে ছবিযুক্ত ভোটার...