সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে মুরাদ পারভেজের রচনা ও পরিচালিত খণ্ডনাটক ‘শেষের গল্প’। নাটকে দীপার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নাটকটিতে দীপা তার চরিত্রে অভিনয়ের জন্য ভীষণ প্রশংসিতও হন। একই পরিচালকের রচনায় জিনাত তামান্নার পরিচালনায় নতুন নাটক ‘মধ্যবর্তিনী’তে অভিনয় করলেন দীপা খন্দকার। ‘শেষের গল্প’তে দীপার সহশিল্পী ছিলেন জাহিদ হোসেন শোভন। ‘মধ্যবর্তিনী’ নাটকে দীপার সহশিল্পী হিসেবে আছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা, মডেল ইমতু রাতিশ। এরই মধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশন রশিদপুর চা-বাগানের নাটকটির দৃশ্য ধারণ শেষে গতকাল সকালের ট্রেনে শিল্পীরা ঢাকায় ফিরেছেন। নাটকটিতে ইমতু অভিনয় করেছেন চা বাগানের ম্যানেজারের চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপাকে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মুরাদ পারভেজের শেষের গল্প নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। অনেক দর্শক আমাকে শেষের গল্পতে অভিনয়ের জন্য তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। বিশেষত...