পোস্টের দেখে একনজরেই বোঝা যায়, সিনেমার গল্প দুই প্রতিবেশীর রোমান্টিক টানাপোড়েনের ওপর কেন্দ্রীভূত। নয়নতারা তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে লিখেছেন, “সবকিছুই শুরু হয় একটি সাধারণ ‘হাই’ দিয়ে।”এদিকে ‘হাই’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিষ্ণু এডাভান এবং এটি নয়নতারা ও কাবিনের প্রথম সহযোগিতা। তবে নির্মাতা এখনো সিনেমার মুক্তির তারিখ প্রকাশ করেননি, কিন্তু প্রথম পোস্টার থেকেই শুরু হয়ে গেছে দর্শকদের কৌতূহল। এ ছাড়া বর্তমানে নয়নতারা তার ‘ডিয়ার স্টুডেন্ড’ সিনেমার জন্যও ব্যস্ত রয়েছেন। এই তামিল-মালয়ালম দ্বিভাষিক সিনেমা পরিচালনা করছেন জর্জ ফিলিপ রায় এবং সন্দীপ কুমার, যেখানে নায়িকার সঙ্গে পুনর্মিলন করছেন নিভিন পলি।চলচ্চিত্রটির প্রকাশিত টিজার অনুযায়ী, সিনেমার গল্প ঘুরছে একজন স্কুলছাত্রের জীবন ও নয়নতারা অভিনীত পুলিশের তদন্তের চারপাশে, যেখানে হাস্যরস ও অ্যাকশন দৃশ্যের সমন্বয় রয়েছে। নয়নতারাকে শেষবার দেখা গিয়েছিল ‘দ্য...