জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন ছোটপর্দা থেকে বড়পর্দা—সব জায়গাতেই সমানভাবে দর্শকপ্রিয়। সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিলেও ব্র্যান্ড–ইভেন্ট ও সামাজিক আয়োজনে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি রাজধানীতে একটি পারফিউম ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পারফিউম–পছন্দ, ব্যবহার ও অভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর। পারফিউম শোরুম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফারিণ বলেন, ‘আমি ভীষণ খুশি যে এ আয়োজনে অংশ হতে পেরেছি।’ এ সময় ফারিণের পাশাপাশি পারফিউম সম্পর্কে সাবিলা নূরও নিজের মত তুলে ধরেন। পারফিউম ব্যবহার ও ধরনের বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পারফিউম তো অনেক ধরনেরই আছে। রোল অন, স্প্রে, মিস্ট বা উড—সব ধরনেরই ব্যবহার করা হয়। পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাসনিয়া ফারিণ বলেন, আমি সবসময় নিজের...