স্টিলের বিকল্প হিসেবে কাঠ—শুনতে বিস্ময়কর হলেও, এক মার্কিন বিজ্ঞানী তা সম্ভব করে তুলেছেন। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়াংবিং হু উদ্ভাবন করেছেন এমন এক বিশেষ প্রক্রিয়াজাত কাঠ, যা স্টিলের চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী এবং ৬ গুণ হালকা। উদ্ভাবিত এই নতুন উপাদানের নাম দেওয়া হয়েছে ‘সুপারউড’। মঙ্গলবার (১৪ অক্টোবর) সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান শিল্পকারখানায় ব্যবহারের জন্য এই উদ্ভাবনী কাঠ তৈরি করেছে। প্রায় এক দশক ধরে নির্মাণশিল্পে ব্যবহারের উপযোগী টেকসই উপাদান তৈরির গবেষণা চালিয়ে আসছেন অধ্যাপক লিয়াংবিং হু। অধ্যাপক হু জানান, তার মূল লক্ষ্য ছিল কাঠের সেলুলোজ ব্যবহার করে এমন এক উপাদান তৈরি করা, যা প্রচলিত কাঠের তুলনায় বহুগুণ শক্তিশালী হবে। ২০১৭ সালে তিনি প্রথম সফলভাবে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ কাঠকে অত্যন্ত দৃঢ় ও টেকসই নির্মাণ...