ফর্মুলা ওয়ানএক এমন রেসিং খেলা, যেখানে মানুষের বুদ্ধি, প্রযুক্তি আর সাহসের সীমার প্রতিনিয়ত পরীক্ষা নেওয়া হয়। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব ফর্মুলা ওয়ান (Formula 1) এক এমন রেসিং খেলা, যেখানে মানুষের বুদ্ধি, প্রযুক্তি আর সাহসের সীমা প্রতিনিয়ত পরীক্ষা নেওয়া হয়। এটি মোটরস্পোর্টসের সর্বোচ্চ স্তর, যেখানে বিশে^র সেরা ড্রাইভাররা পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি চালিয়ে লড়াই করেন প্রতি সেকেন্ডের জন্য। ‘ফর্মুলা’ শব্দটি এসেছে এই খেলায় ব্যবহৃত গাড়ির নকশা, ইঞ্জিন এবং নিরাপত্তার জন্য নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়মকানুন থেকে। প্রতিটি দল (Team) এই নির্দিষ্ট ‘ফর্মুলা’ অনুযায়ী নিজস্ব গাড়ি তৈরি করে, তাই একে বলা হয় Formula One, অর্থাৎ ‘প্রথম সূত্র’। এই প্রতিযোগিতার সূচনা হয় ১৯৫০ সালে, ইংল্যান্ডের সিলভারস্টোন (Silverstone) সার্কিটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই এই নতুন ধরনের মোটরস্পোর্টস মানুষের...