বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা-১০ আসনের সমস্যা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) স্মারকলিপি দেওয়া শেষে এ কথা বলেন অসীম। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ঢাকা-১০ আসনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে অসীম বলেন, একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটি যেন বজায় রাখা যায়। ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে তা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন। বিএনপির এ নেতা এর আগে ঢাকা-১০ সংসদীয় আসনের...