আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এমন এক উপজাতি আছে যাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রাণহানির ঝুঁকি থাকে। তারা মানুষ দেখলেই আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি মৃতদেহ কবর দেওয়ার পর তুলে সমুদ্রের কাছে ঝুলিয়ে রাখে যাতে কেউ তাদের এলাকায় অনুপ্রবেশ করতে না পারে। বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত সেন্টিনেল দ্বীপটিতে এই উপজাতি ‘সেন্টিনেলিজ’ নামে পরিচিত। তারা আধুনিক পোশাক ব্যবহার করে না; গাছের ছাল ও পশুর চামড়া পরে। শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবনধারণ করে এবং আগুন ব্যবহার জানে, কিন্তু চাষাবাদ শিখেনি। বিশ্বের সঙ্গে এদের কোনো যোগাযোগ প্রায় ৬০ হাজার বছর ধরে নেই। দ্বীপটির আয়তন ৭২ বর্গকিলোমিটার, এবং ধারণা করা হয় সর্বাধিক ৪০০ জন বাসিন্দা এখানে বসবাস করে। দ্বীপটি এতটাই রক্ষা করেছে যে, বাইরের পৃথিবী এটি ‘নিষিদ্ধ দ্বীপ’ হিসেবে চিহ্নিত করেছে। ঐতিহাসিকভাবে, ১৮৫৯ সালে...