অবরুদ্ধ গাজায় প্রথম দফার যুদ্ধবিরতির বন্দিবিনিময় শেষে মুক্তি পেয়েছেন বহু ফিলিস্তিনি। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফেরার আনন্দে আবেগে আপ্লুত হয়েছেন তারা। মুক্তিপ্রাপ্ত বন্দিরা জানান, ইসরায়েলি কারাগারে তারা যে তিক্ত অভিজ্ঞতা, অপমান ও শারীরিক যন্ত্রণা সহ্য করেছেন, তা অবর্ণনীয়। মুক্তিপ্রাপ্তদের একজন ইয়াসের আবু তুর্কি বলেন, “এটা যেন দোজখ থেকে বেহেশতে আসার মতো। ব্যথা, আনন্দ এবং অদ্ভুত সব অনুভূতি একসঙ্গে কাজ করছে।” খান ইউনিসের বাসিন্দা আবদুল্লাহ আবু রাফে জানান, “আমরা একটি কসাইখানায় ছিলাম, কারাগারে নয়। ওফের কারাগার নামে এটি পরিচিত। এখানে কোনো গদি নেই, খাবারের ব্যবস্থা খুবই সীমিত। জীবন জঘন্য ছিল।” মুক্তিপ্রাপ্ত বন্দির বোন হিদায়া দার আহমেদ বলেন, “এই দুই বছরে বন্দিরা কোনো চিকিৎসা পাননি; এটি ইসরায়েলি কারা প্রশাসনের ইচ্ছাকৃত অবহেলা।” ১৯ মাস বিনা অভিযোগে কারাগারে বন্দি ছিলেন মোহাম্মদ আল-খালিলি। মুক্তি পাওয়ার...