২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার—এই চারটি টিকা আবশ্যকভাবে নেওয়া হবে। নির্দেশনা অনুসারে এই টিকা না নিলে কোনো হাজি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। খবর দিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন। নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে এবং সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে। এটি যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে এবং সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নেওয়া বাধ্যতামূলক। পোলিও নজরদারিতে থাকা দেশগুলোর হাজিদের টিকা হজযাত্রার অন্তত চার সপ্তাহ আগে নেওয়া উচিত এবং আন্তর্জাতিক টিকা সনদে তা উল্লেখ থাকতে হবে। ইয়েলো ফিভারের টিকা ৯...