হঠাৎ গভীর রাতে বা অন্য যেকোনো সময় দাঁতে অসহনীয় ব্যথা এমন অবস্থায় আমরা অনেকেই দ্রুত সিদ্ধান্ত নিই, দাঁতটা তুলে ফেলাই ভালো। কেউ কেউ আবার ফার্মেসি থেকে ব্যথানাশক খেয়ে সাময়িক স্বস্তি খোঁজেন। অথচ জানেন কি, দাঁতের ভেতরের জীবন্ত অংশ বা পাল্প আক্রান্ত হলে এন্ডোডোন্টিক চিকিৎসা ছাড়া দাঁত বাঁচানো সম্ভব নয়? আজ পালিত হচ্ছে বিশ্ব এন্ডোডোন্টিক দিবস। এবারের প্রতিপাদ্য ‘Celebrating Tooth Savers’, দাঁত সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং সেই সব ডেন্টাল চিকিৎসকদের সম্মান জানানো, যারা প্রতিদিন অসংখ্য দাঁত রক্ষা করে মানুষের মুখে হাসি ফিরিয়ে দিচ্ছেন। দাঁত শুধু খাবার চিবানোর জন্য নয়, এটি আমাদের মুখের সৌন্দর্য, উচ্চারণ, আত্মবিশ্বাস ও সামাজিক যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ। একটি দাঁত হারানো মানে পুরো মুখগহ্বরের সামঞ্জস্য নষ্ট হওয়া, এমনকি স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়তে পারে। অথচ...