দেশের টিভি চ্যানেলগুলোতে কয়েক দিন পরপরই প্রচার শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত নতুন নতুন তুর্কি সিরিয়াল। সেই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘মেহমেদ’। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে সিরিয়ালটি। ‘মেহমেদ : এক বিশ্বের বিজেতা’ সিরিজটি অটোমান সাম্রাজ্যের সপ্তম সুলতান মেহমেদ দ্বিতীয় (মেহমেদ আল-ফাতিহ)-এর জীবনভিত্তিক একটি ঐতিহাসিক ড্রামা সিরিয়াল। ইতিহাসে তিনি পরিচিত কনস্টান্টিনোপলের বিজেতা হিসেবে, যিনি মাত্র ২১ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং নিজের দূরদর্শিতা, দৃঢ় সংকল্প ও সামরিক মেধার দ্বারা এমন এক বিজয় অর্জন করেন যা পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়। সিরিজে মেহমেদের শত্রু কেবল বাইজেন্টাইন সাম্রাজ্য নয়; ভেতরে-বাইরে উভয় দিক থেকেই তাকে রুখে দাঁড়াতে হয়েছে। তবুও মেহমেদ তার দূরদর্শী কৌশল, উন্নত সামরিক প্রযুক্তি এবং অকুতোভয়...