রহস্য-রোমাঞ্চ বা থ্রিলারের প্রতি বাঙালির প্রেম আদি ও অকৃত্রিম। সেই টান লক্ষ করা যায় ছবি বা সিরিজের ক্ষেত্রেও। একই ধারা অব্যাহত ‘কালরাত্রি’ সিরিজের ক্ষেত্রেও। এবার আর এক রহস্য সমাধানের অপেক্ষার প্রহর গোনা শেষ হবে দর্শকের। তবে তার সঙ্গেই আরও এক অপেক্ষার অবসান ঘটছে দর্শকের। কারণ তাদের পছন্দের অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ফিরছেন দীর্ঘ বিরতির পর পর্দায়। শনিবার নিজের সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘কালরাত্রি ২’ সিরিজের শুটিং। এর আগেই সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় পর্বের সিরিজের শুটিং শুরু হওয়ার খবর দেন পরিচালক অয়ন চক্রবর্তী। সেখান থেকেই দর্শকের মনে এই আশা জেগেছিল যে বিরতি শেষে ফের এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন সৌমিতৃষা। পছন্দের ‘মিঠাইরানি’কে। ক্ল্যাপস্টিক হাতে নতুন সিরিজের শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে তাই বোধহয় সৌমিতৃষা...