কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা করার পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সুযোগ দিতে ‘জেমিনি এন্টারপ্রাইজ’ নামের নতুন এআই প্ল্যাটফর্ম চালু করছে গুগল। গুগলের উন্নত জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ (নানো বানানা), ইমাজেন ও ভিও জেনারেটিভ এআই মডেল কাজে লাগিয়ে দ্রুত বিভিন্ন কাজ করতে পারে জেমিনি এন্টারপ্রাইজ। জেমিনি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মটিতে বিশেষায়িত এআই এজেন্ট যুক্ত থাকায় বিভিন্ন বিষয়ে গবেষণা, বিশ্লেষণ ও কাজ এক জায়গাতেই করা যাবে বলে দাবি করেছে গুগল। গুগলের তথ্যমতে, জেমিনি এন্টারপ্রাইজে রয়েছে নো কোড ওয়ার্ক বেঞ্চ, যা ব্যবহারকারীদের কোনো প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই নিজস্ব কাজের প্রবাহ তৈরি করতে সাহায্য করবে। ফলে প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই জেমিনি এন্টারপ্রাইজের মাধ্যমে বিপণন, বিক্রয়, প্রকৌশল, মানবসম্পদ ও অর্থ বিভাগের কাজ দ্রুত নির্ভুলভাবে করা যাবে। এর মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠানে দলগত কাজ সহজে ও নিরাপদে করার...