তবে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সাবিলা নূর এখন বড় পর্দার বাসিন্দা। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের পর তার স্বপ্ন ছিল বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে কাজ করা ও সেখানেই নিয়মিত হওয়ার। সাবিলার সেই অপূর্ণতাটুকুও তার পূর্ণ হয়ে গেছে গত ঈদে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন এই মিনি কন্যা। তাণ্ডবের পর মাঝখানে কিছুদিন ঘুরে বেড়িয়েছেন সাবিলা নূর। এর মধ্যেই বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পান তিনি। এসব বিষয়ে যদিও বিস্তারিত বলেননি, তবে এবার স্বপ্নের পথটি আরও সুগম করলেন নতুন একটি সিনেমার মাধ্যমে। এবার সাহিত্যনির্ভর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় শরিফুল রাজের নায়িকা হচ্ছেন সাবিলা। সিনেমটি নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’ নির্মাতা তানিম...