বলিউডের শৌখিন অভিনেতা ববি দেওল। বছর দুই আগে সুপারহিট ‘অ্যানিম্যাল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এও বহুল প্রশংসিত হয়েছে ববি দেওলের খলচরিত্র। বলিউডে নতুন ইনিংস শুরু করে ববি দেওল যে অপ্রতিরোধ্য, তা যেন আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এবার ‘প্রফেসর হোয়াইট নয়েস’ লুকে সাড়া ফেলে দিলেন অভিনেতা। কাপুর এবং খানদের পাশাপাশি বলিউডে এখন ‘টক অব দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘বলিউড কোনোদিন দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি।’ কিন্তু ‘গাদার ২’ এবং ‘অ্যানিম্যাল’ দিয়ে হিন্দি সিনে ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব ছুড়েছেন ‘দেওল ব্রাদার্স’। এবার যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্সের জন্য ববিকে যে লুকে দেখা গেল, তাতে কৌতূহলের পারদ চড়েছে দর্শক-অনুরাগী মহলে। পরনে কালো ফ্রেমের চশমা। কাঁধ...