দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জীবিকার অন্যতম মাধ্যম জলপাই বাগানে তাণ্ডব চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রায় দেড় শতাধিক জলপাই গাছ উপড়ে ধ্বংস করা হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদ এজেন্সি আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বেদুইন অধিকার রক্ষাকারী সংগঠন আল বাইদার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরের বারদালা গ্রামে বসতি স্থাপনকারীরা এই হামলা চালিয়েছে। এই পুরোনো জলপাই গাছগুলো স্থানীয় ফিলিস্তিনি পরিবারের জীবিকার জন্য অপরিহার্য ছিল। স্থানীয়রা জানান, জলপাই সংগ্রহের এই গুরুত্বপূর্ণ সময়ে ফিলিস্তিনি কৃষকদের লক্ষ্য করে বসতি স্থাপনকারীদের হামলা নতুন নয়। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় রামাল্লার বেইতিন শহরে বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি গাড়িও পুড়িয়ে দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও...