ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন একটি সশস্ত্র গোষ্ঠী ‘দুগমুশ’ এর উত্থান ঘটেছে, যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটিতে সংঘর্ষে এখন পর্যন্ত ৩২ জন দুগমুশ সদস্যসহ মোট ৩৮ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হামাসের সশস্ত্র যোদ্ধারা সাতজনকে সড়কে গুলি করে হত্যা করছে। ভিডিওতে উপস্থিত কিছু বেসামরিক ফিলিস্তিনি নিহতদের ইসরায়েলি বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে হামাসকে সমর্থন জানিয়েছে। নিহতরা দুগমুশ গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড অস্থায়ী পুলিশের ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজার আইনশৃঙ্খলা রক্ষার জন্য কিছু সময়ের জন্য হামাসকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন। গাজা এক সময়...