মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরুর পর প্রথম বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গাজা শহরের উত্তরাঞ্চল ও দক্ষিণ খান ইউনিসে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করা কমপক্ষে নয়জন ফিলিস্তিনিকে ইসরায়েলি সৈন্যরা গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এদিকে কাতার, মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, তাদের মারধর করা হয়েছে ও অপমান করা হয়েছে। যেখানে একজন প্রাক্তন বন্দি ইসরায়েলের ওফার কারাগারকে ‘কসাইখানা’ হিসাবে বর্ণনা করেছেন। বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে, তবে প্রায় ১৫৪ জনকে মিশরে নির্বাসিত করা হয়েছে। অন্যদিকে, হামাস গাজায় আটক ২০ জন...