মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (MCMC) ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৩৪৮টি প্রতারণামূলক অনলাইন কনটেন্ট অপসারণ করেছে। এটি মোট অনুরোধের প্রায় ৯৫ শতাংশ সফল বাস্তবায়ন নির্দেশ করে। যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল জানিয়েছেন, একই সময়ে ৫০,১৬০টি সাইবারবুলিং সংক্রান্ত কনটেন্ট অপসারণের অনুরোধ করা হয়, যার মধ্যে ৩৮,৪৭০টি সফলভাবে সরানো হয়েছে—সফলতার হার প্রায় ৭৭ শতাংশ। তিনি জানান, এসব অপসারণ কার্যক্রম জনগণের অভিযোগ এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোর কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, স্থানীয় আইন মেনে সম্পন্ন করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেওয়ান রাকইয়াত (সংসদ)-এ প্রশ্নোত্তর পর্বে আজাহারি হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। ফাহমি বলেন, অনলাইন প্রতারণা ও সাইবারবুলিং আর্থিক ক্ষতি এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ সমস্যা মোকাবিলায় এমসিএমসি এ বছর...