হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং মারা যাওয়ায় তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন। রায় প্রকাশের পর বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার খান জানান, এ মামলায় আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলাম। প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যরা হলেন- শহিদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম, আবদুল মুকিত, আলমগীর, শামছুল হুদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া,...