বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার খসড়া আইনে বিচারকদের বদলি ও পদায়নের উদ্দেশ্যে গঠিত কমিটিতে নির্বাহী বিভাগের প্রতিনিধি তথা অ্যাটর্নি জেনারেলকে রাখা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমন মত প্রকাশ করেছে। সেই সঙ্গে সংগঠনটির সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের সই করা বিবৃতিতে এ সিদ্ধান্তের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিচারকদের বদলি ও পদায়নের কমিটিতে নির্বাহী বিভাগের প্রতিনিধির অংশগ্রহণ সুস্পষ্টভাবে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ (স্বার্থের দ্বন্দ্ব) তৈরি করবে এবং যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ অ্যাটর্নি জেনারেল সরকারের মাধ্যমে নিযুক্ত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় ওই কমিটিতে তার অংশগ্রহণ বিচারকদের প্রভাবিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে।...