বাংলাদেশ রেলওয়ের চলমান অব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারী ও পোষ্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিয়োগে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধ, টিএলআর ও প্রকল্পের গেইটকিপারদের চাকরি স্থায়ীকরণ, ইঞ্জিন-কোচ সংকট মোকাবিলা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জন্য রেশনিং ও ঝুঁকি ভাতা প্রদান এবং আউটসোর্সিং বাতিলসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির। সভায় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এস কে বারি, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, রেলওয়ে পোষ্য সোসাইটির উপদেষ্টা মো. ইউছুফ রশিদ প্রমুখ।...