রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। প্রত্যেক শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ২৬টি ভোট ও হল সংসদের জন্য ১৪টিসহ মোট ৪০টি ভোট দেবেন। বুধবার (১৫ অক্টোবর) শুরু হবে ভোট। সপ্তম চাকসু নির্বাচন দিয়ে জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে অনেক শিক্ষার্থীর। এবারই প্রথম ওএমআর ব্যালটে হবে চাকসুর ভোট। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও থাকছে পৃথক কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ। এরইমধ্যে নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট বক্স। সকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। অধীর অপেক্ষায় প্রার্থী আর ভোটাররা। ভোটের দিন কড়া নিরাপত্তা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে হবে ভোটগ্রহণ। ব্যালট পেপারে ভোট নেওয়ার পর গণনা করা হবে ওএমআর পদ্ধতিতে।...