দ্বাদশ সংসদ নির্বাচনে সরাসরি ভোটে কমপক্ষে ৫ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি আশা প্রকাশ করেন, এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তিনি মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্ষম হবেন। খুলনা প্রেস ক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুন রায় চৌধুরী। সেলিমা রহমান বলেন, দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিস্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই নারী জাগরণ আরও গতিশীল হবে। সভায় নিপুন...