দেশের নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার (১৪ অক্টোবর) পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শহরে এক পথসভায় নূর এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, একদিকে আমরা রাজনৈতিক দলগুলো মাঠে জনসংযোগে নেমে পড়েছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশাবাদী। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। তাদের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে। আরেক দিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও আমরা দেখতে পাচ্ছি। নূর সতর্ক করে দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের শক্তি বিএনপি ও জামায়াত যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করি, তাকে যদি নাস্তানাবুদ করি, তাহলে কিন্তু সামনে শনির দশা সবার জন্য অপেক্ষা করছে। তিনি আরও বলেন, স্থান-কাল পাত্র...