মহাকাশে এক রহস্যময় অন্ধকার বস্তু সনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যার ভর সূর্যের চেয়ে অন্তত ১০ লক্ষ গুণ বেশি। বিস্ময়কর বিষয় হলো, বস্তুটি একেবারেই অদৃশ্য—কোনো আলো বিকিরণ করে না। বিজ্ঞানীরা বলছেন, এটি হয়তো অতি ক্ষুদ্র কোনো ‘ডার্ক ম্যাটার’ বা অন্ধকার পদার্থের গুচ্ছ, যা আগে সনাক্ত হওয়া যেকোনো কণার তুলনায় অন্তত ১০০ গুণ ছোট, কিংবা কোনো নিষ্ক্রিয় বামন ছায়াপথ। গবেষণার ফলাফল দুটি আন্তর্জাতিক সাময়িকী—‘নেচার অ্যাস্ট্রোনমি’ ও ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি’-তে প্রকাশিত হয়েছে। বস্তুটি পৃথিবী থেকে ১০ বিলিয়ন আলোকবর্ষ দূরে, অর্থাৎ এটি তখনকার সময়ের যখন পৃথিবীর বয়স ছিল মাত্র ৬.৫ বিলিয়ন বছর। আলো বিকিরণ না করায় এটি সরাসরি দেখা সম্ভব নয়। বরং বিজ্ঞানীরা এটি সনাক্ত করেছেন ‘গ্র্যাভিটেশনাল লেন্সিং’ বা মহাকর্ষীয় লেন্স প্রভাবের মাধ্যমে—যেখানে অন্ধকার বস্তুর শক্তিশালী মহাকর্ষ দূরের আলোকিত কোনো গ্যালাক্সির...