মালয়েশিয়ার বাটু পাহাত জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে রয়েছে ৫ জন বাংলাদেশি। অভিযানের সময় স্থানীয় খাবারের দোকান, গাড়ি ধোয়ার কেন্দ্র এবং বিদেশি শ্রমিকদের বসবাসের এলাকা পরিদর্শন করা হয়। জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস মঙ্গলবার জানান, অভিযানটি ‘অপস সেলেরা’, ‘অপস মিনিয়াক’ ও ‘অপস সাপু’ নামে তিনটি সমন্বিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়। গত এক সপ্তাহ ধরে চলা গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় মোট ৯৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।...