মার্কিন এক বিনিয়োগকারীর মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছে, যেখানে তিনি স্বর্ণকে ‘বিপর্যয়কর বিনিয়োগ’ আখ্যা দিয়েছেন। এই মন্তব্য বিনিয়োগকারী ও স্বর্ণপ্রেমীদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্থনি পমপ্লিয়ানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার) স্বর্ণের দীর্ঘমেয়াদি কর্মদক্ষতা ও আধুনিক বিনিয়োগ পোর্টফোলিওতে এর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি পাঁচ বছরের তথ্য শেয়ার করে দেখান, স্বর্ণ বিটকয়নের তুলনায় প্রায় ৮৪% ক্রয়ক্ষমতা হারিয়েছে। পমপ্লিয়ানো তার টুইটে লেখেন, “২০২০ সাল থেকে স্বর্ণ বিপর্যয়কর বিনিয়োগ। এটি সীমিত ও স্থিতিশীল মানসম্পন্ন সম্পদ বিটকয়নের তুলনায় ৮৪% ক্রয়ক্ষমতা হারিয়েছে। বিটকয়েন হলো হাডেল রেট। যদি আপনি তা অতিক্রম করতে না পারেন, তবে আপনাকে তা কিনতে হবে।” গ্রাফে আরও দেখানো হয়, “২০২০ থেকে স্বর্ণ বিটকয়েনের দৃষ্টিকোণ থেকে ৮৪% কমেছে। যদিও মার্কিন ডলারের পরিপ্রেক্ষিতে স্বর্ণ স্থিতিশীল, বিটকয়েনের দৃষ্টিকোণ থেকে...