মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে তিনটি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি, ক্লোয়ে এবং লোয়েভে-কে মোট ১৫৭ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) জরিমানা করেছে। জরিমানা আরোপের আগে ইইউ কমিশন ২০২৩ সালের এপ্রিলে আকস্মিক অভিযান পরিচালনা করে এবং ২০২৪-এর জুলাইয়ে আনুষ্ঠানিক অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু করে। কমিশনের মতে, তিন ব্র্যান্ডই স্বতন্ত্র তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতাদের অনলাইন ও অফলাইন মূল্য নির্ধারণের ক্ষমতা সীমিত করেছিল। ইইউর শক্তিশালী অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এই ধরনের প্রতিযোগিতা-বিরোধী আচরণ মূল্যের বৃদ্ধি ঘটায় এবং গ্রাহকদের বিকল্প সীমিত করে। সংস্থাগুলো তাদের আইন ভঙ্গ স্বীকার করার পর এবং কমিশনের সঙ্গে সহযোগিতা করার কারণে জরিমানা কমানো হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কেরিং-এর মালিকানাধীন ইতালিয়ান ব্র্যান্ড গুচি-কে এপ্রিল ২০১৫ থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত নিয়মভঙ্গের জন্য ১১৯.৭ মিলিয়ন ইউরো (প্রায়...