ঢাকা: ঢাকায় মার্কিন দূতাবাসে সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাস ঘিরে জোরদার নিরাপত্তা এখনো বহাল রয়েছে।গত সোমবার রাতেই বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা দূতাবাস এলাকায় অবস্থান নেন। যদিও পুলিশ বলছে, দূতাবাসে সব সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। বিষয়টি নজরে এলে দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়। ওই ফেসবুক পেজের সঙ্গে কে কারা সংশ্লিষ্ট সে বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা- কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তদন্ত করছে। রাত দেড়টার দিকে ভাটারা...