যৌন নির্যাতনের শিকার নারীদের শুধু শরীর নয়, মস্তিষ্কেও ঘটে ভয়ানক পরিবর্তন। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনি এক চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা বলছেন, নির্যাতনের পর মস্তিষ্কের এমন কিছু অংশের সংযোগ ভেঙে যায়, যা আবেগ ও ভয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, যৌন নির্যাতনের অভিজ্ঞতার পর নারীদের মস্তিষ্কে অ্যামিগডালা ও প্রিফ্রন্টাল কর্টেক্স-এই দুই অংশের মধ্যে যোগাযোগ বা ‘কানেক্টিভিটি’ মারাত্মকভাবে কমে যায়। অ্যামিগডালা আমাদের ভয়, উদ্বেগ ও আবেগের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করে সিদ্ধান্ত নেওয়া ও আবেগকে সংযত করার জন্য। এই দুইয়ের সংযোগ দুর্বল হয়ে গেলে মানুষ নিজের ভয় বা মানসিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে না। আর এটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) প্রধান কারণ হয়ে দাঁড়ায়।গবেষণাটিতে ৪০ জন নারীর স্যাম্পল নেওয়া হয়েছে। যারা সম্প্রতি যৌন নির্যাতনের...