রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আনা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সব মরদেহই আগুনে পুড়ে গেছে, দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে নয়জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।’ তিনি আরও জানান, মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে এবং শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে...