রাত পোহালেই দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটের যাবতীয় প্রস্তুতি। মঙ্গলবার ছিল প্রচারণার শেষদিন। প্রার্থী ও শিক্ষার্থীদের পদচারণায় এদিন ক্যাম্পাসে মতিহারের সবুজ চত্বরে সৃষ্টি হয়েছিল উৎসবমুখর পরিবেশের। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে নানা কৌশলে কাজ করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা জয় পেতে মেলাচ্ছেন নানা সমীকরণ। জয়-পরাজয় নির্ধারণে পাঁচটি প্রধান ফ্যাক্টর বিশেষ ভূমিকা রাখবে- এমন মন্তব্য করেছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, এগুলো হচ্ছে- বিপুলসংখ্যক অনাবাসিক ভোটার, নবীন শিক্ষার্থী, কমিউনিটি বেজড ভোটার, দলীয় প্রভাব ও ক্যাম্পাসে প্রার্থীর যোগ্যতা এবং পরিচিতি ও ভাবমূর্তি। এদিকে রাকসু নির্বাচনকে সর্বাত্মকভাবে সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ক্যাম্পাসজুড়ে রয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। দীর্ঘ ৩৫ বছর...