ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ক্ষুধা ও দারিদ্র্যবিরোধী বৈশ্বিক জোট ‘গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও এফএও মহাপরিচালক ড. কু ডংইউ গত সোমবার (১৩ অক্টোবর) একসঙ্গে ফিতা কেটে এবং করমর্দনের মাধ্যমে নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, ব্রাজিল ও বাংলাদেশ যৌথভাবে এ বৈশ্বিক জোটের সহ-প্রতিষ্ঠাতা দেশ। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের এ উদ্যোগটি প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলার প্রস্তাবনা থেকে বাস্তবে রূপ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আসুন আমরা একসঙ্গে কাজ...