রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অনুমোদনহীন রাসায়নিক গুদাম ও পাশের পোশাককারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি, সংস্থাটি এই অগ্নিকাণ্ডে আহত শ্রমিকসহ নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গণমাধ্যম সূত্রে বিলস জানায়, আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে ওই রাসায়নিক গুদাম ও পাশে একটি পোশাককারখানার ওয়াশিং ইউনিট পরিচালনা করা হতো। কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এ ধরনের কারখানা পরিচালনা করা বেআইনি এবং এসব কারখানা পরিচালনাকারী ব্যক্তিসহ তাদের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। পাশাপাশি, পোশাককারখানার ওয়াশিং ইউনিটের ছাদের সিঁড়িতে তালা থাকায় শ্রমিকরা বের হতে পারেননি বলে জানা গেছে। এ ধরনের কার্যকলাপ কেবল বেআইনিই নয়, বরং চরম মানবাধিকার...