রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, “রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই এরদোগানকে সম্মান করে। তার সঙ্গে আমারও ভালো সম্পর্ক রয়েছে। ন্যাটোতে কোনো সমস্যা দেখা দিলে আমি এরদোগানের পক্ষ থেকে মধ্যস্থতা করি। আমার বিশ্বাস, তিনিই এই যুদ্ধ থামাতে সক্ষম।”এর আগে সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প শান্তি আলোচনার উদ্যোগ নেন। সেখানে প্রেসিডেন্ট এরদোগানসহ বিশ্বের ২০ জনেরও বেশি শীর্ষ নেতা অংশ নেন। সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়।সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান বলেন, “যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক যেকোনো ধরনের...