শপিং বা বিল পরিশোধ—ক্রেডিট কার্ড মানেই সাধারণত এই ধারণা। কিন্তু ভারতের মনীশ ধমেজা সেই ধারণা বদলে দিয়েছেন সম্পূর্ণভাবে। তিনি ক্রেডিট কার্ডকে কেবল ব্যয়ের মাধ্যম নয়, বরং আয় ও সুবিধা পাওয়ার এক বিশেষ উপায়ে পরিণত করেছেন। আর এর ফলেই ২০২১ সালের ৩০ এপ্রিল তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। মনীশের কাছে বর্তমানে ১ হাজার ৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ড রয়েছে। তবে এগুলো তিনি শুধুই সংগ্রহের জন্য রাখেন না— বরং প্রতিটি কার্ড ব্যবহার করে পুরস্কার পয়েন্ট, ক্যাশব্যাক, ভ্রমণ সুবিধা ও হোটেল অফারসমূহ সর্বাধিকভাবে কাজে লাগান। অবাক করার বিষয়, এত কার্ড থাকা সত্ত্বেও তাঁর এক টাকাও ঋণ নেই। মনীশ বলেন, ‘আমি মনে করি আমার জীবন ক্রেডিট কার্ড ছাড়া অসম্পূর্ণ। আমি এগুলো ভালোবাসি। বিভিন্ন কার্ড ব্যবহার করে আমি বিনামূল্যে ভ্রমণ, রেলওয়ে ও বিমানবন্দর লাউঞ্জ, খাবার,...