রাজশাহী থেকে: শক্তিশালী রাজশাহী কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) জন্য নির্বাচনে আবাসিক, অনাবাসিক সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। এসময় উপস্থিত ছিলেন এ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এস. এম. সালমান সাব্বির। সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, তারা একটা শক্তিশালী রাকসু চান, যেটা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বলিষ্ঠভাবে কাজ করবে। তারা বলেন, ৩৫ বছর পর একটি শক্তিশালী রাকসু গঠনের সুযোগ শিক্ষার্থীদের হাতে এসেছে, আমরা আশা করি তারা সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাবেন। সেজন্য আগামী ১৬ অক্টোবর আবাসিক, অনাবাসিক...