ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, নজরুল ইসলামের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার পিত্তথলির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। তিনি আরও জানান, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম খান বর্তমানে...