মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রীজভী। এর আগে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে নিহতদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাংবাদিকদের রিজভী বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক। এখন তো সেই ফ্যাসিবাদ আমলের দুঃশাসন নেই, এরপরও কেন আবারো মানুষ এভাবে অকালে ঝরে পড়ছে।’ মিরপুর পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এর কারণ বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান ঘটনাটি শুনে তাৎক্ষণিক শোক জানিয়েছেন।’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘সরকারের এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন...