বিশ্বকাপে জায়গা করে নেওয়া থেকে স্রেফ ৩ মিনিট দূরে ছিল পর্তুগাল। এমন সময়ে সব হিসেব পাল্টে দিলেন দমিনিক সোবোসলাই। জটলার মধ্য দিয়ে আসা ক্রসে দূরের পোস্টে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নিলেন হাঙ্গেরীর মিডফিল্ডার। ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডের রাতে তিনি বাড়ালেন পর্তুগালের অপেক্ষা। লিসবনে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে। আতিলা সালাই শুরুতেই সফরকারীদের এগিয়ে নেন। প্রথমার্ধেই জোড়া গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে সোবোসলাইয়ের সেই গোলে ম্যাচ শেষ হয় সমতায়। নিজের প্রথম গোলে একটি পাতায় এখন সবার উপরে আছে রোনালদো নাম। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোল এখন পর্তুগিজ মহাতারকার। ঘরের মাঠে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় পর্তুগাল। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। দুই মিনিট...