অবশেষে সম্পন্ন হলো বন্দিবিনিময় চুক্তি। ইসরাইলের জেল থেকে মুক্ত বাতাসে ফিরে এসেছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির অংশ হিসাবে সোমবার ইসরাইলের কারাগার থেকে দুই ধাপে মুক্তি পেয়েছেন ৩,৭০০ জন ফিলিস্তিনি। তবে এখনো ইসরাইলের কারাগারে অবৈধভাবে বন্দি রয়েছেন ১১,৪৬০ জন ফিলিস্তিনি। এসব বন্দির মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ৪০০ ফিলিস্তিনি শিশুও রয়েছে। মঙ্গলবার রাজনৈতিক বন্দিদের ওপর নজারদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার পাঁচজনকে গুলি করে হত্যা করেছে ইসরাইল। নিউইয়র্ক টাইমস, বিবিসি, আনাদোলু, টাইমস অব ইসরাইল, আলজাজিরার। ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বন্দিদের মুক্তি দেওয়ার পরও ইসরাইলে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি আছেন। তবে ইসরাইলি কারাগারে বন্দিদের ব্যাপারে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায়, অক্টোবরের হিসাবে ইসরাইলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দির...